মালদা

মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় ও মালদা জেলায় সম্ভাব্য প্রথমস্থান অধিকার করল মালদার মেয়ে

প্রকাশিত হল ২০১৮ সালের মাদ্রাসা পরীক্ষার ফলাফল। মেধা তালিকার ভিত্তিতে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থানে রয়েছে মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের কামদিটোলা হাইমাদ্রাসার ছাত্রী মেহেবুবা ইয়াসমিন। সে এবারের পরীক্ষায় পেয়েছে ৭৪৮ নম্বর। এছাড়াও মেধা তালিকায় রাজ্যের সম্ভাব্য চতুর্থ স্থান যৌথ ভাবে দখল করেছে রতুয়া ১ নং ব্লকের ভগবানপুর হাইমাদ্রাসার ফাহাদ হোসেন এবং কালিয়াচক ২নং ব্লকের অচিনটোলা হাই মাদ্রাসার মোসাম্মদ মুসকান খাতুন। এদের প্রাপ্ত নম্বর ৭৪৬। এছাড়াও রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান দখল করেছে রতুয়া ১ নং ব্লকের বটতলা আদর্শ হাই মাদ্রাসার মেহেবুবা সিদ্দিকি। তার প্রাপ্ত নম্বর ৭৪১। 

এবিষয়ে কামদিটোলা হাইমাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মহম্মদ আবুতালেম জানান, তাদের স্কুলের ছাত্রী মেহেবুবা ইয়াসমিন রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় এবং মালদা জেলায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে। এতে স্কুলের সকলেই বেশ খুশি।

এবিষয়ে মাদ্রাসা বোর্ডের সহ-সচীব মহম্মদ আসিফ ইকবাল জানান, এবার জেলার মোট পাশের হার ৮২.০৪%। রাজ্যের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় ও জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে কামদিটোলা হাইমাদ্রাসার মেহেবুবা ইয়াসমিন, রাজ্যে যৌথভাবে সম্ভাব্য চতুর্থ হয়েছে ভগবানপুর হাইমাদ্রাসার ফাহাদ হোসেন এবং অচিনটোলা হাইমাদ্রাসার মোসাম্মদ মুসকান খাতুন, বটতলা আদর্শ হাইমাদ্রাসার মেহেবুবা সিদ্দিকি রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে। তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/U2S978EFHBw